মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস - A Brief History of Liberation War PDF

A Brief History of Liberation War PDF
A Brief History of Liberation War
💥 পটভূমিঃ
    আমাদের জাতীয় ইতিহাসের অন্যতম অধ্যায় হলো একাত্তুরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মদ্ধ দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পাকিস্তান নামক রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। ১২ আগস্ট প্রকাশিত রেডক্লিপ রোয়েদাদে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মধ্যে আনুষ্ঠানিক ভাবে সীমানা নির্ধারণ করা হয়। পাকিস্তান প্রতিষ্ঠা হলো ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট। পূর্ব বাংলা হয় পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান। পূর্ব থেকে জনগণ আশা করেছিলেন এবার তাদের আশা আকাঙ্খা পূরণ হবে।  তাদের প্রত্যাশিত স্বাধীনতা নতুন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। উন্নত জীবনের অধিকারী হবেন। কিছু দিনের মধ্যেই পূর্ব পাকিস্তানের জনগণ অনুভব করলেন, তাদের প্রত্যাশা পূর্ণ হবার নয়।  পাকিস্তানের শাসক বর্গ বহুবাচনিক সমাজে পূর্ব পরিকল্পিত ঐক্যবদ্ধ একক সংস্কৃতি গঠনের ষড়যন্ত্র করেছে। রাজনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণের অংশগ্রহণ ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হয়েছেন।  এমনকি পূর্ব পাকিস্তানের সম্পদে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।  এভাবে পূর্ব পাকিস্তান স্বাধীনতার পটভূমি সৃষ্টি হয়। ১৯৫২ সালের নিজস্ব ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দেন করতে হয় পূর্ব পাকিস্তানের ছাত্র জনতার। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করে। ১৯৬৬ সালর ৫ ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করার লক্ষে ছয় দফা দাবি পেশ করেন। ছয় দফা দাবির ম্যান্ডেড নিয়ে পাকিস্তানে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সর্বপ্রথম অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা নয় জয় লাভ করে আওয়ামী লীগ।  পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তার উত্তরণ ঘটে।  জনগণের প্রত্যাশা করেছেন নির্বাচিত রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকার গঠন করে পূর্ব পাকিস্তানের দীর্ঘ্য দিনের বঞ্চনার ইতিহাসের গতি পাল্টাবেন। পাকিস্তানের শাসক বর্গ - কিছু রাজনৈতিক নেতা এবং কিছু সামরিক কর্মকর্তা - ষড়যন্ত্রের গ্রন্থিগুলো এমন ভাবে বিন্যস্ত করেন যেন শাসন ক্ষমতা কোনোভাবে বাঙালিদের হস্তগত না হয়।  পূর্ব পাকিস্তানের জনগণ তা সঠিক ভাবে অনুধাবন করেন।

💥 ভাষা আন্দোলনঃ

    পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করার দাবি জানিয়ে আসছিলো। পাকিস্তান সরকার এ যৌক্তিক দাবির সম্পূর্ণ বিরোধিতা করে ১৯৮৪ সালেই উর্দুকে একমাত্র সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিবাদ চলতে থাকে যা পরবর্তীতে ভাষা আন্দোলন নামে পরিচিতি লাভ করে। এ আন্দোলন পুনরুজ্জীবিত হয় ১৯৫২ সালে এবং সেই বছরের ২১ শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ছাত্ররা একত্রিত হয়। পুলিশ এই জনসমাবেশে গুলি চালানোর ফলে রফিক, সালাম, জব্বার, বরকত সহ আরো অনেকে শহীদ হয়। এ ঘটনা আন্দোলনকে এক নতুন মাত্রা দেন করে এবং রাজনৈতিক গুরুত্ব বহুমাত্রায় বাড়িয়ে দে। ১৯৫৬ সালে চূড়ান্ত ভাবে সংবিধানে বাংলাকে উর্দু ভাষার পাশাপাশি অন্যতম প্রধান জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করা  হয়। ভাষা আন্দোলনকে পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের  উত্থান হিসেবে উল্লেখ করা হয় এবং ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ  অভ্যুথান বাংলাদেশের মুক্তি যুদ্ধের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়।

💥 ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সাধারণ নির্বাচন ও ১৯৫৮ সালের সামরিক শাসন।
💥 ১৯৬২ সালের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলন।
💥 ছাত্র সমাজের সশস্র আন্দোলনের প্রস্তুতি।
💥'৬৬ এর ৬ দফা আন্দোলন।
💥 আগরতলা ষড়যন্ত্র মামলা।
💥'৬৯ এর গণ-আন্দোলন।
💥 ৭০ এর সাধারণ নির্বাচন।
💥'৭১ এর অসহযোগ আন্দোলন।
💥 অপারেশন সার্চলাইট ও ২৫ শে মার্চ এর গণহত্যা।
💥 স্বাধীনতা ঘোষণা।


**উল্লেখিত পয়েন্টগুলো  মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস A Brief History of Liberation War PDF ফাইল এ বিস্তারিত রয়েছে। 

💥 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনঃ
    ১০ এপ্রিল ১৯৭১ নির্বাচিত সাংসদগণ আগরতলায় একত্রিত হয়ে এক সর্বসম্মত সিদ্ধান্তে সরকার গঠন করেন। এই সরকার স্বাধীন সার্বভৌম "গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"। স্বাধীনতার সনদ (Character of Independence) বলে এই সরকারের কার্যকারিতা সাংবিধানিক ভাবে স্বীকৃত হয়। ১০ এপ্রিল ১৯৭১ মেহেরপুর মহকুমায় ভবেরপাড়া গ্রামে বৈদ্যনাথ তলায় "গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার" আনুষ্ঠানিক ভাবে শপথ পাঠ করেন। রাষ্ট্রপতি পদ্ধতির এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার অধ্যাপক ইউসুফ আলী। যে সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয় তারা হলেন -
        ১) রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পাকিস্তানে বন্দি)
        ২) উপ - রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি)
        ৩) প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত)
        ৪) অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী (শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত)
        ৫) পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ (আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত)
        ৬) স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান (ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত)
   
💥 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।



💥 বাংলাদেশ মুক্তিবাহিনীঃ
    যে জনযুদ্ধ এনেছে পতাকা, সেই জনযুদ্ধের দাবিদার এদেশের সাত কোটি বাঙালি। একটি সশস্র যুদ্ধ দেশকে শত্রুমুক্ত করে। এই সশস্র যুদ্ধ একটি নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত হয়। পরিকল্পিত এই যুদ্ধ পরিচালনার জন্য ১০ ই এপ্রিল ১৯৭১ বাংলাদেশ সরকার সমগ্র বাংলাদেশকে ৪ টি যুদ্ধঅঞ্চলে বিভক্ত করেন। এই চারটি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ছিলেন -  
        ক) চট্ট্রগ্রাম অঞ্চল : মেজর জিয়াউর রহমান।
        খ) কুমিল্লা অঞ্চল : মেজর খালেদ মোশাররফ।
        গ) সিলেট অঞ্চল : মেজর কে এম সফিউল্লাহ।
        ঘ) দক্ষিণ পশ্চিম : মেজর আবু ওসমান চৌধুরী।
    পরবর্তীতে দক্ষিণ পশ্চিম অঞ্চল বিভক্ত করে রাজশাহী অঞ্চলে মেজর নাজমুল হক, দিনাজপুর অঞ্চলে মেজর নওয়াজেশ উদ্দিন এবং খুলনা অঞ্চলে মেজর জলিলকে দায়িত্ব দেয়া হয়।

💥 মুক্তিবাহিনীর সদর দপ্তরঃ
    ক) প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধ কর্নেল এম এ জি ওসমানী। 
    খ)  সেনাবাহিনী প্রধান কর্নেল আব্দুর রব।
    গ) বিমান বাহিনীর প্রধান ও উপ-সেনাপ্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
    ঘ)  ডাইরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস মেজর শামছুল আলম।
   
💥 মুক্তিযুদ্ধে বিমানবাহিনীঃ   
💥 মুক্তিযুদ্ধে নৌবাহিনীঃ
💥 বি এল এফ (মুজিব বাহিনী)
💥  স্বাধীন বাংলা বেতারঃ
💥 গণমাধ্যম
💥 পাকিস্তানী দখলদার  বাহিনী ও তার সহযোগীরা
💥 শান্তি কমিটি
💥 রাজাকার বাহিনী
💥 আলবদর বাহিনী
💥 শরণার্থী
💥 বিজয়ের পরিকল্পনা - সম্মিলিত চূড়ান্ত আক্রমণ
💥 ৭১ মুক্তিযুদ্ধ - যুদ্ধকৌশল ও সামরিক শক্তির বিন্যাস


সংক্ষিপ্ত ভাবে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস পটভূমি এবং ধারাবাহিক কার্যক্রম এখানে তুলে ধরার চেষ্টা করা হলো, সকল পয়েন্ট গুলো পিডিএফ বই থেকে জেনে নিতে পারেন।  A Brief History of Liberation War PDF
মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের সকলেরই জানা উচিত। এছাড়াও আমরা যারা সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের চাকুরীর পরীক্ষা দিতে যাবো আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ঘটনা জানতে হবে বিসিএস পরীক্ষার্থীদের জন্যও এই পিডিএফ বইটি সংগ্রহে রাখা উচিত। 
মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস - A Brief History of Liberation War PDF মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস  -  A Brief History of Liberation War PDF Reviewed by Math Formula on January 08, 2019 Rating: 5

3 comments:

Powered by Blogger.