Hisab Biggan - জাবেদা - ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রয়োজনীয় Pdf লেকচার শিট

 Hisab Biggan - জাবেদা - ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রয়োজনীয় Pdf লেকচার শিট
Hisab Biggan - জাবেদা - ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রয়োজনীয় Pdf লেকচার শিটঃ Accounting -HSC & Honours (Short Technique & Formulas of Journal)

ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান এর জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই, অংশীদারি ব্যবসায়, অনুপাত, অবচয়, উৎপাদন ব্যয় হিসাব, একতরফা দাখিলা পদ্ধতি, বিনিময় বিল, ব্যাঙ্ক সমন্বয় বিবরণী, শেয়ার ও শেয়ার ইস্যু, সঞ্চিতি লেকচার শিট শর্ট টেকনিক একটি মাত্র পিডিএফ বই এ।  সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন।

PDF ডাউনলোড -  সাইজঃ 8.09 MB

Download here Accounting PDF Book DOWNLOAD ACCOUNTING PDF BOOK FOR HSC

জাবেদা হচ্ছে হিসাবচক্রের প্রথম স্তর। হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে দৈনন্দিন সংঘটিত লেনদেন সমূহ চিহ্নিত করে ডেবিট ক্রেডিট কিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে।

জাবেদা দাখিলের কাঠামোগত শ্রেণীবিভাগ :
  • সরল দাখিলা
  •  মিশ্র দাখিলা
সরল দাখিলা: কোনো একটি ওয়াবদা দাখিলে যদি শুধু দুটি হিসাবখাত জড়িত থাকে অর্থাৎ একটি ডেবিট ও সমপরিমাণ একটিই - ক্রেডিট পক্ষ থাকে তবে তাকে সরল দাখিলা বলে।
মিশ্র দাখিলা: কোনো একটি লেনদেনের জাবেদা দাখিলে দুইয়ের অধিক হিসাবখাত জড়িত থাকলে তাকে মিশ্র দাখিলা বলে।  এতে মোট ডেবিট ক্রেডিট টাকার পরিমান অবশ্যই সমান হবে।

জাবেদার সাধারণ শ্রেণীবিভাগ
  •  বিশেষ জাবেদা
  •  সাধারণ জাবেদা
➤ বিশেষ জাবেদা : সমজাতীয় লেন দেনসমূহ স্বতন্ত্রভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলে।
➤ বিক্রয় জাবেদা : ধরে বিক্রয় সংকান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ ক্রয় জাবেদা : ধরে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ ক্রয় ফেরত জাবেদা: ধরে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ বিক্রয় ফেরত জাবেদা: ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ নগদ প্রাপ্তি জাবেদা: নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ নগদ প্রদান জাবেদা : নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ প্রাপ্য বিল জাবেদা : পাওনাদারের নিকট প্রদেয় বিল সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়
➤ প্রদেয় বিল জাবেদা : পাওনাদারের নিকট প্রদেয় বিল সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়

বিশেষ জাবেদা লেনদেন জাবেদা
বিক্রয় জাবেদা শুধু মাত্র ধারে পণ্য বিক্রয় দেনাদার হিসাব - ডেবিট
বিক্রয় হিসাব - ক্রেডিট
ক্রয় জাবেদা শুধু মাত্র ধারে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট
ক্রয় ফেরত জাবেদা ধারে ক্রয় করা পণ্য ফেরত পাওনাদার হিসাব ডেবিট
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট
বিক্রয় ফেরত জাবেদা ধারে বিক্রয় করা পণ্য ফেরত বিক্রয় ফেরত হিসাব ডেবিট
দেনাদার হিসাব ক্রেডিট
নগদ প্রাপ্তি জাবেদা নগদ অর্থ প্রাপ্তি নগদান হিসাব ডেবিট
বিক্রয় দেনাদার প্রাপ্য বিল হিসাব ক্রেডিট
নগদ প্রদান জাবেদা নগদ অর্থ প্রদান পাওনাদার প্রদেয় বিল হিসাব/ ক্রয় ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
প্রাপ্য বিল জাবেদা দেনাদারের কাছ থেকে বিলে স্বীকৃতি পাওয়া গেলে প্রাপ্য বিল হিসাব ডেবিট
দেনাদার বিক্রয় হিসাব ক্রেডিট
প্রদেয় বিল জাবেদা সরবরাহকারীর বিলে স্বীকৃতি পাওয়া গেলে পাওনাদার ক্রয় হিসাব ডেবিট
প্রদেয় বিল হিসাব ক্রেডিট

সুতরাং বিশেষ জাবেদার যোগফলগুলো সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়ে থাকে ।

সাধারন জাবেদাঃ যে সকল দাখিলা সমূহ কোন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না তাদেরকে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে সাধারন জাবেদা বলে ।

HSC & honors program Accounting Journal book in pdf format free download now. হিসাব বিজ্ঞান এর  বইটি ডাউনলোড করে নিন
Hisab Biggan - জাবেদা - ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রয়োজনীয় Pdf লেকচার শিট Hisab Biggan - জাবেদা - ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রয়োজনীয় Pdf লেকচার শিট Reviewed by Math Formula on November 09, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.