বিসিএস ও ব্যাংকসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় (BCS and Bank Exam) ভালো নম্বর পেতে হলে গণিত বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে |
আমরা কমবেশি সবাই অংক করতে পারি কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অংকে দক্ষতা থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে বাধ্যবাধকতা থাকায় গণিতে পর্যাপ্ত নম্বর তুলতে ব্যর্থ হই, দ্রুততম সময়ের মধ্যে গণিতের সমাধান করার জন্য যাবতীয় অংকের শর্টকাট পদ্ধতি জানা প্রয়োজন ||
📄 BCS and Bank Exam - Math Shortcut PDF Book
গণিতের বিস্তৃত পরিসর হতে চেষ্টা করা হয়েছে অধিকাংশ অংকের শর্টকাট সমাধান পিডিএফ এরমধ্যে অন্তর্ভুক্ত করার তা সত্ত্বেও অনেক কিছুই হয়তো বাদ পড়ে গেছে গণিত শর্টকাট পিডিএফ (Math Shortcut PDF) বইটিতে গণিতের যেসকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা নিম্নে দেয়া হলঃ
📣 প্রাথমিক আলোচনা
প্রাথমিক ধারণা, পরিমাণ, লসাগু গণিতের প্রাথমিক আলোচনা: ক্যালকুলাসের আদি ধারণা দেন কে? সংখ্যা তত্ত্বের জনক কে?
জ্যামিতির জনক কে?
📣 শতকরা:
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 25 বছরে তিনগুণ হবে?
শতকরা 20 টাকা হারে সুদে কোন মূলধন কত বছরে আসলের দ্বিগুণ হবে?
📣 লাভ ক্ষতি: টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেই টাকায় নির্দিষ্ট কমবেশি দরে বিক্রি করায় শতকরা লাভ ক্ষতির হার নির্ণয় করতে হবে
📣 অনুপাত: অনুপাতের মিশ্রণ টপিকস থেকে পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে
📣 মৌলিক সংখ্যা: পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যেমন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি অথবা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি
📣 বর্গের অন্তর নির্ণয়: বর্গের অন্তর বা পার্থক্য দেয়া থাকলে বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক
📣শতকরা হিসাবের শর্টকাট: মূল্যবৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর ক্ষেত্রে টেকনিক অথবা মূল্য রাশ পাওয়া ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে টেকনিক
📣 গণিতের বেসিক: গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায় সব চাকরির পরীক্ষায় থাকে তাই যারা গণিত নিয়ে খুব চিন্তায় থাকেন তারা এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখুন যেমন একটি পঞ্চভুজের সমষ্টি, একটি সুষম ষড়ভুজের অন্ত কোণগুলোর সমষ্টি ইত্যাদি
📣 ত্রিকোণমিতি: মাত্র পাঁচটি টেকনিকে ত্রিকোণমিতির সব অংক সমাধান করার কৌশল
ভগ্নাংশ:
📣 বর্গমূল বের করা: মাত্র 10 সেকেন্ডে ক্যালকুলেটর ছাড়া কিভাবে যে কোন সংখ্যার বর্গমূল বের করা সম্ভব?
📣 বর্গের পার্থক্য: এখানে বর্গের সর্বমোট 4 টি সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে
📣 ইন্টারেস্ট:
📣 ভগ্নাংশের রূপান্তর
সংখ্যা নির্ণয়: এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যা একটি সংখ্যা হতে যত বড় অপরাধী সংখ্যা হতে তত ছোট অর্থাৎ দুটি সংখ্যার দেওয়া থাকবে অপর একটি সংখ্যা নির্ণয় করতে হবে এটি 30 তম বিসিএস এর প্রশ্ন
📣 গতিবেগ
📣 পরিমাপ: পরিমাপের অংক গুলো মাত্র চারটি টেকনিকে আলোচনা
1 দৈর্ঘ্যের বৃদ্ধির হার প্রস্থের চেয়ে বেশি হলে
2 দৈর্ঘ্য বৃদ্ধির হার প্রস্থের সমান বা কম হলে
3 যখন শুধু বৃদ্ধির হারের কথা উল্লেখ থাকে
4 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যতগুণ এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্য ভাগ প্রভাব পরিসীমা বের করতে
📣 পাইপ ও গতিবেগ
📣 নৌকা ও স্রোত
📣 পরীক্ষায় পাশ ফেল
📣 কাজ ও শ্রমিক
📣 অনুপাতের মিশ্রণ
📣 সংখ্যার যোগফল
📣 ক্রমিক সংখ্যার যোগফল
📣 চৌবাচ্চা সংক্রান্ত
📣 চাকার পরিধি
📣 ক্যালকুলেটর ছাড়া
📣 ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ
📣 সংখ্যার বর্গ
📣 বর্গের চারটি সুত্র
📣 লাভ ক্ষতি
📣 দ্রব্যমূল্যের শতকরা হার
📣 শতকরার সমস্যা ও সমাধান
📣 সুদকষা
📣 বর্গক্ষেত্র আয়তক্ষেত্র
📣 পার্সেন্টেজ
📣 ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সরলীকরণ, বর্গমূল
📣 বানরের বাসে ওঠা সংক্রান্ত
📣 সুদকষা অংক
📣 অপশন দেখে সহজেই উত্তর বের করার টেকনিক
📣 গণিতের বেসিক কিছু প্রশ্ন
বিসিএস সহ অন্যান্য ব্যাংক এর চাকরির পরীক্ষার জন্য গনিত বিষয়টি ভালো মার্কস তোলার জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করে
সে ক্ষেত্রে গণিত শর্টকাট পিডিএফ টি (BCS and Bank Exam - Math Shortcut PDF) আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে গণিতের উপর দক্ষতা বাড়াতে সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা রাখছি
BCS and Bank Exam - Math Shortcut PDF
Reviewed by Math Formula
on
December 16, 2019
Rating:
No comments: